|
---|
বিশেষ প্রতিবেদন, কলকাতা: দীর্ঘ দুই বছরের খরা কাটিয়ে এবছর ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র তীর্থযাত্রা হজ্জ পরিষেবা চালু হয়েছে। উল্লেখ্য পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের ছয়টি রাজ্য থেকে পবিত্র কাবা শরীফের মেহমানরা রাজ্য হজ্ব কমিটির তত্ত্বাবধানে শুক্রবার থেকে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। হজ্ব প্রস্তুতি খতিয়ে দেখতে হজ্জ কমিটির চেয়ারম্যান তথা রাজ্যসভার সদস্য নাদিমুল হক ও কার্যনির্বাহী আধিকারিক মোহাম্মদ নকি সাহেবের নির্দেশে শিয়ালদহ, চিৎপুর, হাওড়া ও সালিমার স্টেশনের বিভিন্ন ক্যাম্প অফিস পরিদর্শন করে উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা হজ্জ কমিটির সেবক এ কে এম ফারহাদ জানায় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব ধর্মের পুণ্যার্থীদের জন্য অত্যন্ত সুষ্ঠু পরিসেবা গ্রহণ করে আসছে রাজ্য সরকারের প্রতিনিধিরা। পাশাপাশি রাজ্যসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্য মন্ত্রী মহোদয়গণ পরিষেবায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে হাজি পরিষেবা কে সচল রাখেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী ও হজ কমিটির চেয়ারম্যান নাদিমুল হক সহ আধিকারিক মোহাম্মদ রফি সাহেবের স্বতঃস্ফূর্ত কর্মদক্ষতা বিভিন্ন রাজ্য থেকে আগত হাজীদের আপ্লুত করে তুলছে বলে তিনি জানান। বিহার থেকে আগত জৈনিক হাজী কৌসার আলি রাজ্য কমিটির প্রতিনিধিদের কাজকে প্রশংসা করেন একই সঙ্গে হাওড়া স্টেশনে হজ কমিটির প্রতিনিধিদলকে দেখতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। বৃহস্পতিবার বিভিন্ন স্টেশন পরিদর্শনে এ কে এম ফারহাদ এর সঙ্গে ছিলেন সদস্য ফজলুর রহমান, পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ বাখতেয়ারি, কলকাতা ও হাওড়া জেলার জেলা সংখ্যালঘু আধিকারিক যথাক্রমে আরসাদ হাকমি ও মোদাসের হোসেন।