|
---|
আজাহারউদ্দিন: হুগলির আরামবাগ, খানাকুল, পুরশুডা, বিভিন্ন জায়গায় ২১জুলাই শহীদ স্মরণে শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আরামবাগ শহর জুড়ে মমতা ব্যানার্জি নির্দেশ অনুযায়ী ও সামাজিক দুরত্ব বজায় রেখে ও বিভিন্ন পঞ্চায়েত ভার্চুয়াল জনসভা জাযান্ট স্ক্রিনে র ব্যবস্থা করা হয । মুখমন্ত্রী মমতা ব্যানার্জির কি বার্তা দেন সেই নজর ছিল সকলের। আরামবাগ শহরে উপস্থিত ছিলেন আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী,টাউন সভাপতি রাজেশ চৌধুরী বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা,পুরশুডা প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান ও হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান সহ খানাকুলের জেলা পরিষদের সদস্য মুন্সী নজিবুল করিম,পঞ্চায়েত সমিতির সভাপতি দুখীরাম দোলুই পূর্ত কমাধখ নূরনবী মন্ডল সহ বিভিন্ন পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ তৃনমুল নেতৃত্ব কর্মীবৃনদ।