চাঁচলে সড়ক দুর্ঘটনার শিকার শিশু শিক্ষার্থী

উজির আলী, নতুন গতি, চাঁচল;২৫ নভেম্বর: জলের অপর নাম জীবন। জলের তৃষ্ণা মেটাতে রাস্তা পারাপার করতে গিয়ে মারুতি ধাক্কায় গুরুতরভাবে জখম হলো এক ক্ষুদে স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে সোমবার মালদহের চাঁচল-স্বরুপগঞ্জ রাজ্য সড়কের সিহিপুর শশ্মান সংলগ্ন এলাকায়। গুরুতর জখম ওই স্কুল পড়ুয়াকে পথচারীরা উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে বলে খবর।
চাঁচল পুলিশ জানায়, ওই স্কুলপড়ুয়া নাম নবাব আলী (৫) বাড়ি চাঁচল থানার নৌগাছিয়া এলাকায়। সে শ্রীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় যে, এদিনও স্কুলপড়ুয়া বিদ্যালয় শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে জল খাওয়ার জন্য রাস্তা পারাপার করছিল। ওই সময় হঠাৎ করে চাঁচল থেকে স্বরুপগঞ্জ এর দিকে একটি মারুতি ভ্যান দ্রুত গতিতে চলতে থাকে। পরিপ্রেক্ষিতে শিশু পড়ুয়াকে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা শিশুটিকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছে বলে খবর। পরে চাঁচল থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে ঘাতক মারুতি ভ্যান টিকে আটক করে নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে চাঁচল পুলিশ জানান, ঘাতক মারুতি ভ্যান টিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।