|
---|
সংবাদদাতাঃ ১৮ই মার্চ বর্ধমানে লোয়া দিবাকর হাই স্কুল( উচ্চ মাধ্যমিক) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করলেন এম এল এ অলোক কুমার মাজি, সমাজসেবী ও ব্লক সভাপতি মোঃ জাকির হোসেন, সমাজসেবী ও জেলার সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তর কর্মাধ্যক্ষ ফজিলা বেগম, ব্লক সংখ্যালঘু সেলার সভাপতি জাহির আব্বাস মন্ডল৷ অনুষ্ঠানে কৃতি প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে কাঞ্চন কাজী বলেন, শিক্ষা যেমন জাতির মেরুদন্ড। তেমনি স্বাস্থ্যই হল সম্পদ। আর স্বাস্থ্যবান প্রজন্ম হল জাতির ভবিষ্যত। সেজন্য শিক্ষার সঙ্গে ক্রীড়ার প্রয়োজন আছে। সেই সঙ্গে আমাদের আরও মনে রাখতে হবে, সংস্কৃতি ছাড়া কোনো জাতি বিকাশ লাভ করতে পারে না। শিক্ষার সাথে ক্রীড়া ও সংস্কৃতি তাই অঙ্গাঅঙ্গি জড়িত, একথা আমাদের একেবারেই ভুলে গেলে চলবে না। বহু অভিভাবক সহ অনেক স্থানীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।