কালী মন্দিরে প্রণাম সেরে ভোট প্রচারে নামলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী

শুভদীপ পতি; হলদিয়া: আসন্ন লোকসভা নির্বাচন! আর সেই নির্বাচনকে কেন্দ্র করে আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে পুনরায় নির্বাচিত হয়েছেন। দ্বারিবেড়্যা গ্রাম্য কালী মন্দিরে প্রণাম সেরে এই নির্বাচনে জেতার লক্ষ্যে আজ তিনি ভোট প্রচারে নামলেন।তৃণমূল কংগ্রেসের পক্ষ্য থেকে প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে সাংসদ দিব্যেন্দু অধিকারীকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে আজ সুতাহাটা থানার অন্তর্গত সারদাময়ী বালিকা বিদ্যালয়ে এক দলীয় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন, তৃণমূলের প্রতি জনগণের আস্থা ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। গত ২০১১ সাল থেকে রাজ্যের মানুষের কল্যাণে মমতা ব্যানার্জী বিভিন্ন প্রকল্প এনেছেন এবং বাস্তবেও রুপ দিতে পেরেছেন। এর সাথে তিনি কেন্দ্রীয় সরকারের জননীতির বিরোধীতা করে বলেন, নরেন্দ্র মোদী দেশের মানুষের কাছে বিশ্বাস ঘাতকতা করেছে। দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি মোদী রাখতে পারেননি। কালো টাকা উদ্ধারে তিনি বিফল, নোট বাতিলেও সাড়া মেলেনি।

    তাঁর বিশ্বাস, তিনি মানুষের আশীর্বাদে মমতা ব্যানার্জী রাজ্যকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন, এবার শুধু কেন্দ্র থেকে বিজেপি সরকারকে নামিয়ে মমতা ব্যানার্জীকে প্রধান মন্ত্রী করার লক্ষ্য। তাঁর আশা, পুনরায় তিনি জয়ী হবেন। তিনি এও বলেন, প্রতিটি লোকসভা কেন্দ্রে জননেত্রী মমতা-ই প্রার্থী। সাধারণ মানুষকে এটাই কথা মাথায় রাখতে হবে।আজ এই সভায় সাংসদ দিব্যেন্দু অধিকারী ছাড়াও স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।