|
---|
শুভদীপ পতি; হলদিয়া: দূষণ হল নিঃশব্দ ঘাতক! পরিবেশে যেভাবে দূষণের মাত্রার প্রকোপ বেড়ে চলেছে, তার বিরুদ্ধেই আজ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার পথে নামল বিভিন্ন স্কুল এবং সমাজসেবী সংগঠন। হলদিয়া শহরের গিরিশমোড় পথ নাটিকার মধ্যে দিয়ে বিভিন্ন সংগঠন আজ পদযাত্রা করে দুর্গাচকে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মহকুমা দফতরে তারা গন ডেপুটেশন দেন।
আজ এই পথযাত্রায় সামিল ছিল:
⭕হলদিয়া ST, SC, OBC সমাজ কল্যাণ সমিতি
⭕ঢেকুয়া বিবেকানন্দ অগ্রণী সংঘ হাইস্কুল
⭕পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ
⭕হলদিয়া বিজ্ঞান পরিষদ
⭕চলো পাল্টাই
⭕ফতেপুর আল-আমিন অনাথ ফাউন্ডেশন
⭕জীবন দ্বীপ,
⭕পূর্ব শ্রীকৃষ্ণপুর বি.টি.এম. বিদ্যাপীঠ (উঃমাঃ) ছাড়াও বিভিন্ন সংগঠন এই পদযাত্রায় অংশ নেন। উল্লেখযোগ্য ভাবে আজ সাধারণ নাগরিকদেরও এই পদযাত্রায় সামিল হতে লক্ষ্য করা যায়।
রাজ্যে শিল্প শহর হলদিয়ায় দূষণের মাত্রা কমাতে আজ ছিল একাধিক বিষয়ে গন ডেপুটেশন। যেখানে বলা হয়, পথে ১৫ বছরের পুরানো ডিজেল চালিত যানবাহন চালানো যাবে না, যেকোন কনস্ট্রাকশন গড়ার সময় তা ঢাকা দিতে হবে, খোলা জায়গায় আবর্জনা পোড়ানো বন্ধ করতে হবে, প্লাস্টিক মুক্ত হলদিয়া গড়তে হবে, গাড়ির এয়ার হর্ণ নিষিদ্ধ করা ছাড়াও, বিভিন্ন দাবি তোলা হয়।
ডেপুটেশনের শেষে দুর্গাচক সুপার মার্কেটে অনুষ্ঠিত হয় দূষণ নিয়ন্ত্রণ তথা বিজ্ঞান বিষয়ক মনোজ্ঞ নাটক, ক্যুইজ এবং আলোচনা সভা। হলদিয়া দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আধিকারিক আজ এই ডেপুটেশন গ্রহন করেন এবং উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দেন।