|
---|
নিজস্ব সংবাদদাতা; বীরভূম: শনিবার বীরভূম জেলার সীমান্তবর্তী অঞ্চল রাজনগরে শেষ মুহুর্তের প্রচার সারল বিজেপি। এখানে প্রার্থী ছাড়াই মহা মিছিল করল বিজেপি। জেলার সীমান্তবর্তী এই অঞ্চলটি একসময় বামেদের গড় বলে পরিচিত ছিল। এরপর রাজ্যে হাওয়া বদলের সাথে সাথে এই এলাকায় তৃণমূল আধিপত্য বিস্তার করতে শুরু করে। কিন্তু রাজ্যে পরিবর্তনের সরকার এলেও এই এলাকাটি পুরোপুরি কব্জা করতে পারেনি তৃণমূল। রাজনগরের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে চারটি তৃণমূল দখল করলেও এই এলাকাটি তাদের হাত ছাড়া থেকে যায়। পরে অবশ্য এই পঞ্চায়েতটিও গ্রাস করে নেয় তৃণমূল। বর্তমানে এই এলাকা তৃণমূলের দখলে থাকলেও, বিজেপি কর্মী সমর্থকদের শক্তি দিন দিন বৃদ্ধি তৃণমূলের কপালে ভাঁজ ফেলেছে।
প্রচারের শেষ লগ্নে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডল ও জেলার বিজেপি নেতৃত্বের উপস্থিতি ছাড়াই মহা মিছিল করল। শনিবার বিজেপির এই বিশাল মিছিল রাজনগর বাজার পরিক্রমা করে। মিছিলে অংশ নেন স্থানীয় বিজেপি নেতা বংশীধর মালী, সামিউল আক্তার, প্রণব দে সহ অন্যান্যরা। বিজেপির এই বিশাল মিছিলই বলে দিচ্ছে এলাকায় ভোটে কারা লিড দেবে। আগে মানুষ ভয় পেলেও, এখন এলাকার মানুষ তৃণমূলের সন্ত্রাসকে পরোয়া না করে প্রকাশ্যে মিছিলে অংশ নিচ্ছেন বলে জানান স্থানীয় বিজেপি নেতৃত্ব।
অপরদিকে তৃনমূল কর্মী-সমর্থকরা মাথায় হেলমেট ছাড়াই বাইক মিছিল করল। যদিও তৃনমূলের এই মিছিলকে ফিকে মনে করছে বিজেপি।