ভোটের আগে বীরভূমের রাজনৈতিক অভিযোগ একে অপরের বিরুদ্ধে

খান আরশাদ; বীরভূম: বীরভূমে আগামী সোমবার হতে চলেছে ভোট গ্রহন। বীরভূমের ২টি কেন্দ্রের জন্য এই ভোটগ্রহন করা হবে। তার আগেই উত্তপ্ত হয়ে উঠল বীরভূম। বীরভূমের ইলামবাজারে বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগ উঠল তৃণমুলের বিরুদ্ধে। বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী অসিত মাল-এর সমর্থনে ইলামবাজারে মিছিল ছিল তৃণমূলের। অভিযোগ, সেই মিছিল চলাকালীনই বিজেপির কার্যালয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। ঘটনায় জখম হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে। অপরদিকে সাঁইথিয়ার হাতোড়া গ্রামে বোমাবাজির ঘটনা ঘটে। জানা গিয়েছে, হাতোড়া গ্রামের এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ, গ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা বাজি করে তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে একটি তাজা বোমা উদ্ধার করে তা পুকুরের জলে ফেলে নিষ্ক্রিয় করে। যদিও ঘটনা অস্বীকার অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় তৃণমূলের কোন কর্মীরা জড়িত নয়।

    নানুরের বাসা থেকে খুজুটিপারা যাওয়ার রাস্তায় বাঁশ, লাঠি নিয়ে মিছিল করতে দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের। অপরদিকে দুবরাজপুরের কুুুখুটিয়া গ্রামে শাসক দলের পতাকা পোড়ানোর অভিযোগ বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত শুক্রবার কুটিয়া গ্রামে প্রায় ২০০ পরিবার বিজেপি ও সিপিএম থেকে তৃণমূলে যোগ দেয়। ঠিক এর পরপরই তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায় বিজেপি ও সিপিএম কর্মীরা। পুড়িয়ে দেওয়া হয় তৃনমূলের দলীয় পতাকা। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ও সিপিএম।

    ভোটের আগে আগেই এসব ঘটনায় স্বাভাবিকই প্রশ্ন উঠছে এবারের নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হবে, এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।