বীরভূমের রাজনগরে দুটি বাড়ীতে বজ্রপাত, প্রানে বাঁচলেন গৃহকর্তা সহ তিনজন

খান আরশাদ, বীরভূম, নতুন গতি: বুধবার বীরভূমের অন্যান্য অংশের মতো জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরেও শুরু হয়েছিল প্রচণ্ড জোরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বুধবার ভোররাত্রে মুষলধারায় বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে হতে থাকে ঘনঘন বজ্রপাত। বেশ কয়েকটি বাড়ীতে এদিন বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় রাজনগরের লালা পাড়ায় তপন কর্ম্মকারের বাড়ীতে বজ্রপাত হয়। পাশের ঘরেই স্ত্রী কন্যা সহ শুয়ে ছিলেন তপনবাবু। বজ্রপাতের ফলে বাড়ীটিতে ফাটল ধরে যায়। অসুস্থ হয়ে পড়েন তপনবাবু। তাঁকে চিকিৎসার জন্য ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়। তপনবাবুর স্ত্রী অনিতা দেবী জানান তাঁরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। অপরদিকে রাজনগরের দামপাড়ার সেখ তাহেরের বাড়ীতেও বজ্রপাত হয়। এরফলে সেখ মন্টু ও সেখ আমনের বাড়ীও ক্ষতিগ্রস্ত হয়। বাড়িতে থাকা ফ্যান, টিভি, ফ্রিজ সহ অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে যায় বজ্রপাতের ফলে।