|
---|
নূর আহমেদ, মেমারি : ১৪ ই মার্চ পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে মেমারি এক নম্বর ব্লকের বেশ কিছু শারীরিক প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল প্রদান করা হয়।
এদিন এই ট্রাই সাইকেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি, জেলা পরিষদের সদস্যা অর্পিতা মুর্মু, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা তাসমিনা খাতুন।
এদিন ৬ জন প্রতিবন্ধীর হাতে ট্রাই সাইকেল তুলে দিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি, এলাকায় আরও যে সকল প্রতিবন্ধীরা আছে আগামি দিনে তাদের হাতেও প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেয়া হবে বলেও জানান পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মদক্ষ নিত্যানন্দ ব্যানার্জি।