নবাবপুর হাই মাদ্রাসায় বিজ্ঞান প্রবণতা ও মেধাঅনুসন্ধান পরীক্ষা

সেখ আব্দুল আজিম : ৬ নভেম্বর-চন্ডীতলা,শতাব্দী প্রাচীন নবাবপুর হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হল বিজ্ঞান প্রবণতা ও মেধাঅনুসন্ধান পরীক্ষা। অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স এসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের তত্ত্বাবধানে এদিন চন্ডিতলা ১, ২ ও জাঙ্গিপাড়া ব্লকের প্রায় ৫০ টি বিদ্যালয় এবং মাদ্রাসা থেকে ৯৪৬ জন কৃতি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। দুটি হাফে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পরীক্ষা হয়। পরীক্ষা শুরু হয় বেলা ১১টায় এবং বেলা ৪ ঘটিকায় নির্বিঘ্নে ও অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক মহম্মদ ফাসিহুর রহমান সিদ্দিকী জানালেন রবিবার ছুটির দিন হওয়া সত্বেও মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ স্বতস্ফুর্তভাবে এদিন মাদ্রাসায় উপস্থিত হয়ে সুচারুরূপে পরীক্ষা ব্যবস্থা সম্পন্ন করেন । আরো উল্লেখ্য যে, এদিন অনেক ছাত্র-ছাত্রী নতুনভাবে পরীক্ষার জন্য আসে। পরীক্ষা চলাকালীন মাদ্রাসা পরিচালন সমিতির সভাপতি সাফিউদ্দিন মল্লিক ও সম্পাদক আনিসুর রহমান নস্কর উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও অভিভাবিকাগন পরীক্ষা কেন্দ্রের পরিকাঠামো, ব্যবস্থাপনা দেখে খুশি হন এবং যাতে মেধা পরীক্ষা প্রতিবছর নবাবপুর হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হয় তার জন্য অনুরোধ জানান। প্রসঙ্গত হাই মাদ্রাসায় এই ধরনের পরীক্ষা এই প্রথম অনুষ্ঠিত হল।