|
---|
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের সিইও এহসান আলী ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) গত ১৫ফেব্রুয়ারি২০২৪ বর্ধমান জেলায় বিভিন্ন ওয়াকাফ সম্পত্তি পরিদর্শন করতে আসেন এবং বর্ধমান শহরে একমাত্র ওয়াকফ বোর্ডের হযরত মানিকপীর বয়েজ হোস্টেল পরিদর্শন করেন, পরিদর্শন করে তিনি প্রভূত খুশি হয়েছিলেন এবং পরিচালন কমিটির সদস্য ও ছাত্রদের সাথে আলোচনায় একটি পরিশুদ্ধ পানীয় জলের মেশিনের ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন । যা আজ ১৪ই মার্চ রমজান মাসের প্রথম দিকেই ছাত্রদের তোফা হিসেবে ৪০ লিটারের একটি ওয়াটার ফিল্টার ও ওয়াটার কুলার বসিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন।
সাধারণ সম্পাদক সেখ মনোয়ার হোসেন জানালেন দীর্ঘদিনের ছাত্রদের দাবি ছিল পরিশুদ্ধ জলের যা ওয়াকাফ বোর্ডের সিইও আহসান আলী সু বন্দোবস্ত করে দেওয়ায় , ছাত্রদের স্বাস্থ্যের ক্ষেত্রে প্রভূত উপকার হলো, এতে ছাত্ররাও খুব খুশি হয়েছে।