লোকসভা নির্বাচনের আগে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে রায়দিঘীর কুমাড়াপাড়াতে ১৬০০ মিটার ঢালাই রাস্তার উদ্বোধন !

রায়দিঘী: নুরউদ্দিন ; লোকসভা ভোট ঘোষণার আগে জনগণের দাবি মেনে বুধবার দিন বৈকালে রায়দিঘী বিধানসভার কুমড়াপাড়া অঞ্চলের সাউ পাড়া গ্রামে সুখেন মন্ডলের বাড়ি হইতে পালান পুরকাইতের বাড়ি পর্যন্ত প্রায় এক কোটি টাকা ব্যয়ে ১৬০০ মিটার ঢালাই রাস্তার উদ্বোধন করলেন রায়দিঘীর বিধায়ক ডাক্তার অলক জলদাতা। এদিন ফিতে কেটে এই রাস্তার শুভ সূচনা করেন বিধায়ক। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে এই রাস্তার শুভ সূচনা হয় বুধবার দিন বৈকালে। উপস্থিত ছিলেন রায়দিঘীর বিধায়ক, জেলা পরিষদের সদস্য উদয় হালদার, প্রাণী ও মৎসের কর্মদক্ষ পারমিতা মজুমদার, উপস্থিত ছিলেন কুমড়াপাড়া অঞ্চলের প্রধান, অঞ্চল সভাপতি জ্ঞানরঞ্জন মজুমদার সহ তৃণমূলের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন এই রাস্তা উদ্বোধন দেখে খুশি এলাকার বাসিন্দারা।