|
---|
জাকির হোসেন সেখ, ২৭মে নতুন গতি,কলকাতা: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের ছাত্র মহঃ মাসুম আখতার এবার উচ্চ মাধ্যমিকে যৌথভাবে দ্বিতীয়স্থান অধিকার করেছেন। তাঁর প্রাপ্ত নম্বর হলঃ ৪৯৬ অর্থাৎ ৯৯.২ শতাংশ। একই নম্বর পেয়ে যৌথভাবে দ্বিতীয়স্থানে আছেন বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠের তন্ময় মাইকপ, বিধাননগর গর্ভমেন্ট হাইস্কুলের সংযুক্তা বসু, দিনহাটা হাইস্কুলের স্বর্ণদীপ সাহা, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ঋতম নাথ, এবং জেনকিন্স স্কুলের অনাতাপ মিত্র। নতুন গতি পত্রিকার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা।