নতুন গতি এক্সক্লুসিভ: ভোটে পরাজিত হওয়ার দরুন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের হেতিয়া অঞ্চল তৃণমূলের দলীয় কার্য্যালয় তৃণমূল দখল চ্যুত হয়েছিল। সেই দখল চ্যুত দলীয় কার্য্যালয় পুনরুদ্ধার করে নিজে হাতে মমতা ব্যানার্জীর ছবি পরিস্কার করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী শ্যামল সাঁতরা।