বীরভূমের রাজনগর ব্লকের মধ্যে প্রথম রিয়া সাহা

খান আরশাদ, বীরভূম : এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল আজ সোমবার। পাশের হার ৮৬.২৯ %। মেয়েদের পাশের হার ৮৬.৪৪ %। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়াকার। রাজ্যে এক থেকে দশের মধ্যে স্থান পাওয়ার পাশাপাশি জেলার মফঃসল এলাকাগুলোতেও ভালো ফলাফল করে দেখালো পড়ুয়ারা। জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরের রাজনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিয়া সাহা এবারের উচ্চ-মাধ্যমিকে বেশ নজরকাড়া ফল করলো। প্রত্যন্ত অঞ্চলে থেকেও এবারে সে রাজনগর ব্লকের মধ্যে প্রথম স্থান দখল করলো। তার প্রাপ্ত নাম্বার ৪৬২ , ৯২.৪ শতাংশ। বাংলায়-৯১, ইংরেজিতে- ৯৩, ভুগোলে ৮৩, দর্শনে ৯৭, সংস্কৃতে- ৯৫. রিয়ার সাফল্যে তার বাবা মাও খুব খুশী। তাঁরা আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি। রিয়া তার সাফল্যের পেছনে নিজ বাবা মা ও শিক্ষদের অনেক ভুমিকা আছে বলে জানায়। তার প্রিয় বিষয় ইংরাজি। শিক্ষাই সমাজকে চেতনা এনে কলুষমুক্ত করে তুলতে পারে। তাই ভবিষ্যতে রিয়া একজন আদর্শ শিক্ষিকা হিসেবে নিজেকে প্রতিষ্টিত করতে চায়।