আজ সেই কালো দিন ,বছর পেরিয়েও এখনো দগদগে সেই বাস দুর্ঘটনার ক্ষত : সেই সেতু আজ মুর্শিদাবাদবাসীর কাছে আতঙ্কের প্রতীক হয়ে দাঁড়িয়ে

আসিফ আলম, মুর্শিদাবাদ :

    গত বছর আজকের দিনে মুর্শিদাবাদের শিক্ষা জগতে ঝরে পড়েছিল আট জন শিক্ষক শিক্ষিকা সহ একজন WBCS অফিসার। হ্যাঁ আজকের দিনেই 29/01/18 মুর্শিদাবাদের বালুরঘাটে ঘটেছিল ভয়াবহ ব্রীজ দুর্ঘটনা ।প্রাণ গিয়েছিল 44 টি।   হাহাকার- আর্তনাদে কেঁপে উঠছিল পুরো মুর্শিদাবাদ । শীতের এই সময়ে হঠাৎ নদীগর্ভে বাস পড়ে যাওয়ায় জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাস দুর্ঘটনার খবর পেয়ে স্বয়ং ছুটে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    29 শে জানুয়ারি। সকাল ৫:৪৫ এ করিমপুর টু মালদা গামি বাসটি ছেড়েছিল আসছিল বহরমপুরে দিকে। বহরমপুর আসার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতাবাদে নদীতে পড়ে যায় প্রায় 50 জন যাত্রী বোঝাই বাসটি।সামান্য ভুল! যার খেসারতে 44 টি তাজা প্রান যায় ।
    আজকের দিনে জেলাবাসী শুধু 44 টি প্রাণ হারায় নি হারিয়েছিল শিক্ষায় পিছিয়ে পড়া একটা প্রান্তিক জেলার বেশকিছু উজ্জ্বল নক্ষত্র দের।

    এক নজরে দেখে নিন সেই উজ্জ্বল নক্ষত্রদের
    1। সাফিন বিন রহমান – WBCS অফিসার
    2। সুফিয়া মমতাজ -শিক্ষিকা, জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠ (ধূলিয়ান চক্র)
    3। সুজয়  দাস- শিক্ষক,  বীরনগর প্রাথমিক বিদ্যালয়(বৈষ্ণবনগর চক্র, মালদা)
    4। মলয় বিশ্বাস-শিক্ষক, লক্ষীপুর পালগাছি প্রাথমিক বিদ্যালয়।
    5। জয়শ্রী চ্যাটার্জি- শিক্ষিকা, গোঠা এ আর রহমান হাইস্কুল
    6। প্রদ্যুত চৌধুরী- শিক্ষক, গৌরীপুর হেমাজুদ্দিন হাইস্কুল
    7। শুভব্রত বাবু – মিত্রপুর, মুরারই
    8। ৯। গোলাম মোস্তফা- শিক্ষক, হরিশংকরপুর হাইস্কুল
    9। মানস পাল -শিক্ষক,  ফতুল্লাপুর হাইস্কুল।