|
---|
রফিকউদ্দিন মণ্ডলঃ বহুদিনের স্বপন পূরণ করলো পূর্ব বর্ধমানে নিমো২নং গ্রাম পঞ্চায়েতে অধীনে কেন্না গ্রামে পিএইচ ই প্রকল্পে পানি লাইন করার ৪কোটি টাকার অনুমোদন পেল৷ এই গ্রামের পীচরাস্তা কাজ শুরু হয়েছে৷ পিএইচ ই প্রকল্পের কাজ প্রাক্তন এম.এল. হাজী হাশেম মণ্ডল সাহেব তদারকিতে পানি লাইনের কাজটা দ্রুত করিয়ে দেন এই কেন্না গ্রামকে৷ হাজী হাশেম মণ্ডল সাহেব কে অনেক শুভেচ্ছা জানায় গ্রামবাসী৷ পি এইচ ই প্রকল্পের পানি সাপ্লাই লাইন অনুমতি সংবাদটা জানালেন উপপ্রধান জাহির হোসেন এবং পি.এইচ ই প্রকল্পের কাজ করার জন্য সব রকম মেসিন পত্র হাজির হয়েছে এবং দ্রুত শুরু করলেন ইঞ্জিনিয়াররা৷ এই পঞ্চায়েতে মধ্য তিনটে গ্রাম মিলে এই পানি সাপ্লাই লাইন করে দেবে সম্পূর্ণ ফ্রীতে৷ এই কাজ হলে গ্রামের সব ধরনের মানুষ সুবিধা পাবেন এবং সকল সদস্য মিলে সহযোগিতা করেন ৷