|
---|
জাহির হোসেন মন্ডল, নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার সকালে মুম্বইয়ের অ্যান্টপ হিলের বাড়িতে ৩৮ বছরের এক যুবককে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে আনুমানিক রাত ২টো থেকে ৩ টের মধ্যে।
পুলিশ সূত্রে খবর, অ্যাপার্টমেন্টের সাত তলার ঘরে দরজা ভেঙে কয়েকজন দুষ্কৃতী ঢুকেছিল। ঘুমের মধ্যেই গলা কেটে তাকে খুন করা হয় বলে মনে করছেন তদন্তকারীরা।
প্রতিবেশীরা ওই যুবকের সাহায্যের আকুতি শুনেই পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পরও ওই ব্যক্তি বেঁচে ছিলেন। পরে তাঁকে সিওন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি পেশায় একজন সাংবাদিক, নাম আনন্দ নারায়ণ। মুম্বইয়ের একটি স্থানীয় সংবাদপত্রে কাজ করতেন।
মুম্বই পুলিশ একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ফ্ল্যাটের বাইরের সিসিটিভি ফুটেজ উদ্ধার করে দুষ্কৃতীদের খোঁজ চলছে। তিনজনকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে খুন তা এখনও কিনারা করতে পারেনি পুলিশ।