|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের করুই গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কুরচি গ্ৰামের কুরচি জনকল্যাণ সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে চব্বিশ প্রহর অখণ্ড হরিরাম সংকীর্তন, ১৮ জৈষ্ঠ থেকে ৫ দিন ব্যাপী চলবে।১৮ জৈষ্ঠ মায়াপুর ইসকনের মহারাজ এসে বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে চব্বিশ প্রহর অখণ্ড হরিরাম সংকীর্তনের শুভ সূচনা করেন।
কুরচি জনকল্যাণ সংঘের সদস্য বৃন্দ দ্বারা পরিচালনায় চব্বিশ প্রহর অখণ্ড হরিরাম সংকীর্তন। চব্বিশ প্রহর অখণ্ড হরিরাম সংকীর্তন উপলক্ষে কুরচি জনকল্যাণ সংঘের পাঞ্চজন্য পত্রিকা প্রকাশিত হয়।২০ জৈষ্ঠ মহা সমারোহে পালিত হচ্ছে হরিরাম সংকীর্তন। এই অনুষ্ঠান দেখতে কুরচি গ্ৰামবাসীরা কুরচি জনকল্যাণ সংঘের সামনে ভীড় জমাচ্ছে।