|
---|
জাকির হোসেন সেখ, ৪জুন, নতুন গতি, কলকাতা: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। তিনি তাঁর শিরাকোল-রাজারহাটের বাসভবন থেকে সাপ্তাহিক নতুন গতি পত্রিকার এই প্রতিবেদকের মাধ্যমে এক বিবৃতিতে ভারত তথা পশ্চিমবঙ্গের মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
তিনি বলেন, ‘রমজান মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি ও পেশার মানুষের মধ্যে গড়ে তোলে এক অকৃত্রিম সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতর হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেনীর মানুষকে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার উৎসব। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।’ উল্লেখ্য যে, সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী প্রতি ঈদের দিনে তাঁর নিজের মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১২ টা অঞ্চলের বেশিরভাগ ক্ষেত্রেই ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য দলের আঞ্চলিক কার্যালয়ে উপস্থিত হয়ে রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এবারেও তার ব্যতিক্রম হবেনা বলে জানিয়েছেন।
আজ তিনি মগরাহাট পশ্চিম ব্লকের উস্থির দলীয় কার্যালয়ে উপস্থিত হয়েও সকলের মিলিত হয়ে আগামীকাল ঈদের দিন শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখে ঈদ পালনের আহ্বান জানান।