|
---|
আজিজুর রহমান,গলসি : গলসি ২ নং ব্লকের নবনির্বাচিত তৃণমূলের ব্লক সভাপতি হলেন সেখ সাবিরউদ্দিন আহম্মেদ ওরফে জয়। তাকে নিয়ে এদিন আনন্দে মাতলেন দলীয় কর্মীরা। তিনি প্রাক্তন পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধক্ষ্য ছিলেন। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় রাজ্যের অনেক ব্লকে তৃণমূল কংগ্রেসের নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা করা হয়। যেখানে দেখা গেছে বেশ কিছু ব্লকে নতুন মুখ আনা হয়েছে। সেই মতো গলসি ২ নং ব্লকে সেখ সাবির উদ্দিন আহম্মেদের নাম ঘোষণা হতেই সন্ধার পর থেকে তৃণমূল কর্মীরা উৎসাহে মেতে উঠে। বৃহস্পতিবার সকালে সভাপতি প্রথমে শাহ্ পীরতলায় মাজারে চাদর চড়ান। তারপর কর্মীদের সাথে মিছিল করে গলসি বাজারে দলীয় কার্যালয়ে আসেন। কর্মীরা নতুন সভাপতি কে কাঁধে তুলে দলীয় কার্যালয়ে প্রবেশ করান। সেখানে তাঁকে ফুলমালা পরিয়ে শুভেচ্ছা দেন বহু জনপ্রতিনিধি। তাছাড়াও ব্লকের বিভিন্ন অঞ্চল বহু তৃণমূলের কর্মীরাও শুভেচ্ছা দিতে আসেন। সাবির উদ্দিন আহম্মেদ দলের উচ্চ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী দিনে সবাইকে সাথে নিয়ে চলব। লোকসভা নির্বাচনে রাজ্যের উন্নয়নকে হাতিয়ার করে লড়াই করবো। ফলে এখানে সব ভোট তৃণমূলেই পরবে বলে তিনি আশাবাদী।