এ পি ডি আর এর পথ সভা হাজরা মোড়ে।

সংবাদ দাতা, নতুন গতি : কলকাতার হাজরা মোড়ে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডি আর এক পথসভার আয়োজন করেছিল। সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিত শূর এর আহবানে এই পথসভার আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়: দেশজুড়ে ধর্মীয় বিভাজন ও বিদ্বেষের রাজনীতির বিরোধিতা, ধর্মকে রাষ্ট্রের থেকে পৃথক রাখা এবং এক জাতি এক ভোট প্রস্তাবের বিরোধিতা। সাজানো অভিযোগে একের পর এক রাজনৈতিক কর্মীর গ্রেপ্তারের বিরোধিতা করা ও মুক্তির দাবি জানানো হয়। এপিডিআর এর সহ-সম্পাদক আলতাব আহমেদ এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাষ্ট্র প্রতিটা নাগরিককে সন্দেহের চোখে দেখছে। নাগরিকদের গোপনীয়তা র উপর হস্তক্ষেপ করছে। সাধারণ মানুষকে বার্তা দেয়ার জন্য এই পথসভার আয়োজন করা হয়। সংকটের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে। জল জঙ্গল জমি থেকে মানুষকে উচ্ছেদ করা হচ্ছে। এইসব জমি কর্পোরেটদের হাতে চলে যাচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং সহ চা বাগান গুলিতে এক ভয়াবহ সংকট তৈরি হয়েছে। চা শ্রমিকেরা এই সংকটের সঙ্গে যুজছে। চা শ্রমিকদের আবাসন গুলি ভেঙে পড়েছে। পানীয় জলের সংকট ও তীব্র হয়েছে। দার্জিলিং এর জেলা শাসক কে এ ব্যাপারে এ পিডিআর এর পক্ষ থেকে গণডেপুটেশন দেওয়া হয়। সাধারণ মানুষের দাবী দাওয়া নিয়ে এই সংগঠনটি রাস্তায় নেমে আন্দোলন করছে। এই দাবিদার অতিসত্বর সমাধা না হলে আরও বৃহত্তর আন্দোলনের নামার হুমকি দেওয়া হয়েছে।