মাইনান সেবা সংগঠনের উদোগে বস্ত্র বিতরণ

আজাহার উদ্দিন : হুগলির খানাকুলের প্রত্যন্ত গ্রামের অরাজনৈতিক মাইনান সেবা সংগঠনের উদোগে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি ও সম্প্রীতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হল রবিবার।উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ অপরুপা পোদ্দার, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক সেখ হাসান ইমাম, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ মাওলানা মঞ্জুর আলম কাসেমী, পাড়াবাগনান মাদ্রাসার প্রধান শিক্ষক আসগার ইমাম, স্থানীয় প্রধান শীতল মন্ডল, উপপ্রধান সেখ মনিরুল ইসলাম, মাইনান সেবা সংগঠনের সভাপতি সেখ নাজির হোসেন, সম্পাদক সেখ মনিরুদ্দিন, সমাজসেবী সেখ মোতাহার হোসেন,সেখ হাসিবুলহক,, বিশিষ্ট সঞালক সৈয়দ এহতেশাম মামুন,সেখ সফিউল হক সহ সমাজের বিশিষ্টজন।উল্লেখ এই অল্প সময়ের মধ্যেই মাইনান সেবা সংগঠন এলাকার মানুষদের মনের মধ্যেই স্থান করে নিয়েছে।এদিন পাঁচশো মানুষের হাতে শাড়ি, লুঙ্গি, বাচ্চাদের পোশাক ঈদের আগের দিন তুলে দেন সেবা সংগঠনের আমন্ত্রিত অতিথিবৃন্দ।ঈদ উপলক্ষে সকলকেই শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। মাইনান সেবা সংগঠনের উদোগকে সকলেই সাধুবাদ জানান।

    ,