চাঁচলে এনআরসি আতঙ্কে তৃণমূলে যোগদিলেন প্রাক্তন সেনা

 এনআরসি আতঙ্কে তৃণমূলে যোগদিলেন প্রাক্তন সেনা

নতুন গতি প্রতিবেদক,চাঁচল: কেন্দ্রের বিজেপি সরকার এনআরসি লাগু করলে দেশ ছাড়া হতে হবে । এই আতঙ্কে বিজেপি,কংগ্রেস ও সিপিআইএম ত্যাগ করে রবিবার ১২ নং জেলা পরিষদ সদস‍্য সামিউল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন সেনা জাসিরুদ্দিন আহমেদ। এছাড়াও এদিন যোগদেন ৫৫ জন অন‍্যান‍্য দলের কর্মী ও সমর্থকেরা। কর্মীদের আনুষ্ঠানিক ভাবে চাঁচল ১ নং ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত‍্যন্ত গ্রামে তৃণমূলে যোগদান করানোর ব‍্যবস্থা করানো হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস‍্য সাহাজান আলী ওরফে পিঙ্কু। এনআরসি আতঙ্কে তৃণমুলে যোগ দেওয়া বলা জানিয়েছেন সমর্থকেরা। 

    এই রাজ্যে এনআরসি চালু করতে দেওয়া হবেনা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন থেকেই বলে চলেছেন । তাই হচ্ছেও না এন আর সি বলে দাবী যোগদানকারী দের। এছাড়াও রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর উন্নয়নে আপ্লুত হয়ে এদিন জেলা পরিষদের সদস‍্য সামিউল ইসলামের হাত ধরে যোগদান তাদের বলে জানিয়েছেন বরনকারী।