|
---|
আজিজুর রহমান,গলসি : গলসির বেলান বেলেশ্বর উচ্চবিদ্যালয়ের ৭২ তম জন্মদিন উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হল। দ্বিতীয় বর্ষের এই রক্তদান শিবিরে মোট ২৯ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। এই উপলক্ষে বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে এলাকাবাসী থেকে প্রাক্তন ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে আনন্দ মুখর হয়ে ওঠে স্কুলের পরিবেশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রলয় কুমার ঘোষ জানান, রক্তদানের মত সামাজিক কাজে বিদ্যালয় কে নিয়ে এগিয়ে চলার প্রচেষ্টা গ্রহণ করেছেন সকলে মিলে। এদিনের অনুষ্ঠানে বর্ধমান সদরের গাছ গ্রুপের পক্ষ থেকে রক্তদাতাদের একটি করে স্মারক ও বৃক্ষ প্রদান করা হয়। গাছ ছাড়া প্রকৃতিকে বাঁচানো সম্ভব নয় এই বার্তা দেওয়া হয় বিদ্যালয় ও গাছ গ্রুপের পক্ষ থেকে।