|
---|
নতুন গতি,মালদা,২৬ নভেম্বর : নিকাশি নালা থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা শহরের ঘোড়াপীর সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার কর্মীরা নালা পরিষ্কার করতে এসে মৃতদেহটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান মানসিক ভারসাম্যহীন এক যুবক কয়েক দিন ধরে নিখোঁজ ছিল।
জানা গিয়েছে,মৃত মানসিক ভারসাম্যহীন যুবককের নাম,অমল প্রামানিক (৩২)। বাড়ি পুরাতন মালদা সাহাপুর সেতু মোড় এলাকায়।থেকে নিখোঁজ ছিল ওই মানসিক ভারসাম্যহীন যুবক। তার খোঁজে মাইকিং করা হয় জেলা জুড়ে।বৃহস্পতিবার দুপুরে নিকাশি নালার থেকে উদ্ধার মৃতদেহ। পরিবারের লোকেরা মৃতদেহ শনাক্ত করে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।