Whats App-এ মাধ্যমিকের অংক প্রশ্নপত্র! বিভ্রান্তি অভিভাবক মহলে

মোহাম্মদ কামরুজ্জামান, নতুন গতি ডেস্ক:

    আজ, সোমবার মাধ্যমিকের অংক প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাতে হাতে ঘুরতে থাকে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ বরাবরই স্বীকার করা সত্ত্বেও এরকম কেন হচ্ছে তার জবাব এখনো পাওয়া যায়নি শিক্ষামন্ত্রীর কাছ থেকে। বিষয়টি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকেও জানানো হয়েছে কিন্তু কোনো ফল মিললো না। এই ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

    পরীক্ষা শুরুর ঠিক ১ মিনিটের মধ্যেই প্রায় সবার মোবাইলে প্রশ্নপত্র ঘুরপাক খাচ্ছে। ঠিক আগের 8 টে পরীক্ষায় যেভাবে প্রশ্নপত্র পরীক্ষা শুরুর কিছুক্ষনের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের মোবাইলে ঘুরছে।

    মধ্যশিক্ষা পর্ষদ বারবার নির্দেশ দিচ্ছে, কোনও ভাবেই পরীক্ষার হলে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। কোনও পরীক্ষার্থী ফোন ব্যাবহার করলে তার পরীক্ষা বাতিল হবে। শিক্ষক বা শিক্ষাকর্মীর কাছে ফোন পাওয়া গেলে তাঁকে সাসপেন্ড করা হবে। তা সত্ত্বেও সবকটা পরীক্ষায় দেখা গেল, পরীক্ষা চলাকালীন প্রশ্ন বাইরে এসেছে

     

    হোয়াটসঅ্যাপে। এর আগের পরীক্ষার কথা মাথায় রেখে স্কুল গুলোতে নতুন রেগুলেশন আনা সত্ত্বেও এই প্রশ্ন লিক হওয়া ব্যাপারটা মনে হচ্ছে কোনো ভাবেই বন্ধ করা যাচ্ছে না।

    পর্ষদের হুঁশিয়ারিতে কাজ না-হওয়ায় পরীক্ষার তৃতীয়,চতুর্থ দিনে আসরে নামেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনিও মোবাইল রাখলে পরীক্ষা বাতিল ও শিক্ষক-শিক্ষাকর্মীদের সাসপেন্ড করার কথা বলেন।