রক্ত যোগান দিয়ে মুমূর্ষু রুগীকে বাচিয়ে তুলেছে মালদার আলমগীররা

মোহাঃ কামরুজ্জামান, কালিয়াচক:মালদা জেলার আলমগীর,স্নেহা, সোমারা মিলে সমাজের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করে চলেছেন। রক্ত দান থেকে শুরু করে সমাজের দুর্ভিক্ষতা ও অনাথদের পাশে দাঁড়ানো বা কারো লেখা পড়ার কিছু অর্থ জুগিয়ে দেওয়া ইত্যাদি। আমরা প্রায়ই মানুষ রক্ত দিতে ভয় পায় এবং নিজের পরিবারের কারো কিছু হলেও আমরা রক্ত দিতে দ্বিধাবোধ করি। কিন্তু এই যুবক ও যুবতীদের ভয় নেই নেই কোন দ্বিধা। জরুরীভিত্তিতে কারো রক্তের প্রয়োজন হলে তারা রক্তের ডোনার খুঁজে রুগির পরিবারের হাতে রক্ত তুলে দেন। এইভাবে প্রায় কয়েক হাজার রুগিকে বাঁচিয়ে তুলেছেন তারা।

    মালদা ব্লাড ব্যাংকে রক্তের আকাল মাঝে মাঝেই দেখা যায়। তখন এই যুবক যুবতীরা মানুষকে এগিয়ে আসতে বলেন রক্ত দেওয়ার জন্য, বিশেষ করে যুব সমাজ কে। তারা কোনো নির্দিষ্ট ওকেজন ছাড়াই যখন তখন নিয়িমত রক্তদান শিবির করেন। এরা সকলে তিন মাস অন্তর অন্তর রক্ত দিয়েই থাকেন। তারা বাসিন্দা হিসেবে সকলেই মালদা জেলার। কেউ ইংলিশ বাজারের তো কেউ আবার কালিয়াচকের। এরা সকলেই ছাত্র। কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েন তো কেউ আবার আর্টসে এম.এ করছেন। তাদের সকলের বয়স ২০-২৫ এর মধ্যে। তারা মানুষের পাশে দাঁড়াবে বলে ইংলিশবাজার ও কালিয়াচকে দুইটি স্বেচ্ছাসেবী সংগঠন ও খুলে ফেলেছেন। প্রায় ৭০জনের মত যুবকও যুবতী এই সংগঠনের সাথে যুক্ত আছেন। তারা যুব সমাজ কে আহ্বান করছেন সমাজসেবামূলক কাজে যোগদান করার জন্য ও নিয়মিত রক্ত দেওয়ার জন্য।