মেমারি পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৫ টি আসন জয়লাভ করে

সেখ সামসুদ্দিন,মেমারি : ২ মার্চ, মেমারি পৌরসভা নির্বাচনে ১৫-১ ফলাফল হয়। তৃণমূল কংগ্রেস ১৬ আসনের মধ্যে ১৫ টি আসন জয়লাভ করে এবং একটি আসন জাতীয় কংগ্রেস প্রার্থী জয়লাভ করে। ১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের তাপস পাঁজা সিপিএমের পীযূষ কান্তি বিশ্বাসকে ১৬২৮ ভোটে পরাজিত করে জয়ী হয়। দুই নম্বর ওয়ার্ডে তৃণমূলের সেখ ইউসুফ অনিল মুখার্জীকে ৯৫২ ভোটে পরাজিত করে করে জয়ী হয়। ৩ নম্বর ওয়ার্ডে মনসুরা বেগম সেখ ৫৩৬ ভোটের ব্যবধানে সিপিএমের মায়া হাজরাকে পরাজিত করে জয়ী হয়। ৪ নম্বর ওয়ার্ডে জাতীয় কংগ্রেসের প্রার্থী মিঠু সরকার নিকটতম তৃণমূলের প্রার্থী সন্তোষ বোয়ালকে ১২৭ ভোটে পরাজিত করে জয়ী হয়। ৫ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপদ বিশ্বাস জয়ী হয় ১৯৫ ভোটের ব্যবধানে সিপিএম প্রার্থীকে পরাজয় করে। ৬ নম্বর ওয়ার্ডের ডাঃ চিরঞ্জীব ঘোষ ৩৫৭ ভোটের ব্যবধানে জাতীয় কংগ্রেস প্রার্থী মোঃ ইসমাইলকে পরাজিত করে জয়ী হয়। ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রত্না দাস সিপিএম প্রার্থী অরুন্ধতী ঘোষকে ১৩৩৫ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হন। ৮ নম্বর ওয়ার্ডে সোনালী বাগ ৭৭৭ ভোটের ব্যবধানে সিপিএম প্রার্থী বন্দনা ধারাকে পরাজিত করে জয়ী হয়। ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বাপি ব্যানার্জী ৮২২ ভোটের ব্যবধানে সিপিএম প্রার্থী নন্দন রায়কে পরাজিত করে জয়ী হয়। ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুপ্রিয় সামন্ত ১৩৭৪ ভোটের ব্যবধানে সিপিএমের ইমানুল হোসেন মল্লিককে পরাজিত করে জয়ী হয়। ১১ নম্বর ওয়ার্ডে বিলকিস সেখ ৬৮০ ভোটের ব্যবধানে সিপিএমের মোবারক শেখকে পরাজিত করে জয়ী হয়। ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী স্বপন বিষয়ী ৫৭৪ ভোটের ব্যবধানে সিপিএম প্রার্থী সন্দীপ মান্নাকে পরাজিত করে জয়ী হয়। ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পদ্ম ক্ষেত্রপাল ৯৬০ ভোটের ব্যবধানে সিপিএম প্রার্থী মায়া পাখিরাকে পরাজিত করে জয়ী হয়। ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রঞ্জিত বাগ ১০৩৫ ভোটের ব্যবধানে সিপিএমের তন্ময় মন্ডলকে পরাজিত করে জয়ী হয়। ১৫ নম্বর ওয়ার্ডে কাশ্মীরা খাতুন শেখ ১১৩১ ভোটের ব্যবধানে সিপিএমের মেঘা আলমকে পরাজিত করে জয়ী হয়। ১৬ নম্বর ওয়ার্ডে সুনীল মুর্মু ১৪১৮ ব্যবধানে সিপিএমের বাবলু মান্ডিকে পরাজিত করে জয়ী হয়। ফলে মেমারি পৌরসভার বোর্ড দখলে রাখল তৃণমূল কংগ্রেস।