|
---|
নিজস্ব প্রতিনিধি; পশ্চিম মেদিনীপুরঃ
আজ সকালে মেদিনীপুর শহরের সিপাহী বাজার গির্জার নিকট ক্যালভাটের নিচ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, মৃত ব্যক্তি সেখ সাজেদ(৩১) সিপাহী বাজারের ২নং ওয়ার্ডের বাসিন্দা।
পারিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় মার্বেলের কাজের সাথে যুক্ত ছিল সাজেদ। দীর্ঘদিন ধরে তিনি মদ্যপান করতেন বলে জানা গিয়েছে। প্রতিদিনের মত শুক্রবার রাতেও মদ্যপান করেই বাড়ি ফিরছিলেন সাজেদ। কোনভাবে কালভার্টের নিচে পড়ে যায়, সেখানে তার মৃত্যু হয়ে বলে পরিবার ও স্থানীয়দের আশঙ্কা।
ঘটনার সূত্রপাত, শুক্রবার রাতে সাজেদ বাড়ি না ফেরায়, বাড়ির সদস্যরা সকালে তাকে খোঁজা শুরু করে। তারপরেই দেখতে পাওয়া যায় একটি ক্যালভাটের নিচে পড়ে রয়েছে সাজেদ।
এরপর স্থানীয় কোতোয়ালী থানায় খবর দেওয়া হলে, ঘটনাস্থলে পুলিশ আসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখ সাজেদের মৃত্যুতে তার পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।