|
---|
লু তুব আলি : কবিতীর্থ চুরুলিয়ায় নজরুলকে স্মরণ করে ফাদার্স ডে পালিত হল। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের ভূমিকা ও যে অপরিসীম, তা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত। বরেণ্য কবি, মনীষীরা তা তাঁদের লেখনি ও কাজের মধ্য দিয়ে দেখিয়ে গেছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সকল কুসংস্কারকে মুক্ত করে সুস্থ সমাজ গড়ার ডাক দিয়েছিলেন। চুরুলিয়া তে অনুষ্ঠিত হল অনুভবে নজরুল বিষয়ক এক মনোজ্ঞ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ফাদার্স ডে কে স্মরণ করা হয়। কাজী নজরুল ইসলামের উত্তরসূরী ও নজরুল একাডেমীর প্রাণপুরুষ বর্ষিয়ান কাজী রেজাউল করিম সাহেব কে এদিন বিশেষভাবে সম্মান জ্ঞাপন করা হয়। দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন ও কলকাতার শিব সরস্বতী নজরুল চর্চা কেন্দ্র যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। পৌরোহিত্য করেন কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী। শিব সরস্বতী নজরুল চর্চা কেন্দ্রের অন্যতম উদ্যোক্তা ড. অনিন্দিতা মন্ডল বলেন, সারা বছর ধরে প্রিয় কবি নজরুল ইসলামের চর্চাকে চালিয়ে যাওয়ার জন্য আমরা ধারাবাহিকভাবে আন্দোলন সংগঠিত করে যাচ্ছি। এদিনের অনুষ্ঠানের মধ্য মনি ছিলেন সোনালিকা। তিনি স্বভাব সিদ্ধ বাচনভঙ্গি ও সুললিত কন্ঠে নজরুল সংগীত পরিবেশন করে সকলের মন জয় করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেছিলেন কল্লোল কাজী, সুতপা চৌধুরী, অর্পিতা বরাট, লাবণ্য কলা কেন্দ্রের সহশিল্পীরা লাবণ্য দে, সোমা, কুমকুম, সুপ্রীতি, তৃষিতা, তনুশ্রী, সুমনা, মৌবনি, তৃপ্তি ও নৃত্যশিল্পী বনানী প্রমুখ।