তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধিত্বমূলক সাংগঠনিক কর্মশালা আনন্দপুরে

নিজস্ব প্রতিবেদক, কেশপুর: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আনন্দপুর চক্রের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো আনন্দপুর দক্ষিণ পল্লী প্রাথমিক বিদ্যালয়ে। এদিন উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সংগঠন শক্তিশালী করতে আজকে এই প্রতিনিধিত্ব মূলক বিশেষ কর্মশালা বলে জানিয়েছেন আনন্দপুর চক্রের কনভেনর বুদ্ধদেব দাস।

    বক্তব্য দিচ্ছেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি

    এই প্রতিনিধিত্বমূলক সাংগঠনিক কর্মশালায় আনন্দপুর চক্রের প্রতিটি অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তাদের বক্তব্য পেশ করেন । শিক্ষক সংগঠনকে শক্তিশালী করাই বিশেষ লক্ষ্য বলে জানিয়েছেন জেলা সভাপতি অনিমেষ দে। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি তৃণমূল শিক্ষক সমিতির ভূয়শী প্রশংসা করেন।

    চক্র কনভেনর বুদ্ধদেব দাস কে সম্বর্ধনা জ্ঞাপন

    উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অনিমেষ দে, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির চেয়ারম্যান শান্তুনু দে, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির সদস্য সৌমেন ঘোষ, আনন্দপুর চক্রের কনভেনর বুদ্ধদেব দাস সহ প্রদ্যুৎ পাঞ্জা, দুর্লভ ঘোষ, হাবিবুর রহমান, দেবাশীষ মন্ডল, গোলাম মোর্তজা , দেবাশিস পন্ডিত প্রমুখ। এদিনের এই প্রোগামের সার্বিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন উপস্থিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ।