|
---|
শিলিগুড়ি: শিলিগুড়িতে তৃণমূলের প্রচারে বিমল গুরুঙ্গ।তৃনমুল কংগ্রেসের এই পুরসভার প্রচারে আসছেন বিমল গুরুঙ্গ।এই ব্যাপারে চুড়ান্ত কথা অবশ্য জেলা সভাপতি পাপিয়া ঘোষ বলবেন বলে জানা গেছে।এই পুরসভা নির্বাচনে বিমলগুরুঙ্গ এবং রোশন গিরির আসার কথা ছিলো অনেকদিন আগে থেকেই।দিন পনেরো আগে বিমল গুরুঙ্গ এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন বলে জানিয়েছেন।বিমল গুরুঙ্গ জানান আগামী নির্বাচনে শিলিগুড়ির মানুষ তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করবে।কারন বাংলার মানুষ বুঝতে পেরে গেছে যে উন্নয়ন করতে গেলে দরকার মুখ্যমন্ত্রীকেই।
পাহাড়ের মানুষ মুখ্যমন্ত্রীকে বুঝতে পেরেছেন এবং পাহাড়ের মানুষের সমর্থন থাকবে মুখ্যমন্ত্রীর কাছেই।আগামী পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রসকে ভোট দেবার জন্য বিমল গুরুঙ্গ শিলিগুড়ির মানুষের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন।শিলিগুড়ির মানুষ মুখ্যমন্ত্রীকে ভালবাসেন জানেন তাই এবারে আর কোন ভুল করবেন না বলে আশা করেন বিমল গুরুঙ্গ।তিনি জানান আগামী নির্বাচনে শিলিগুড়ির মানুষ বিপুলভাবে তৃণমূল কংগ্রেসকে জয়ী করবেন বলে আশা করেন বিমল গুরুঙ্গ।এবারের পুরসভা নির্বাচনে শিলিগুড়ির সাতচল্লিশটি ওয়ার্ডেই প্রচারে যাবেন বিমল গুরুঙ্গ বলে জানা গেছে।বিমল গুরুঙ্গ আরো জানান তিনি তার দল নিয়ে প্রচারে নামবেন আগামীদিনগুলিতে।মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বেই শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস সাতচল্লিশটি ওয়ার্ডেই ভালো ফল করবে বলে জানান বিমল গুরুঙ্গ।