|
---|
শিলিগুড়ি: ভোট নিয়ে মাতামাতির মধ্যেই চলছে প্রার্থী নিয়ে চুড়ান্ত আলোচনা। কে দাড়াচ্ছেন আর কে সরে যাচ্ছেন এটাও এখন শিলিগুড়ির আকাশে বাতাশে আলোচ্য বিষয়। কে টিকিট না পেলে বিদ্রোহ ঘোষনা করতে পারেন সে চিত্রও কলকাতায় পৌছে গেছে।এখন আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষনা হবে নাম,আর তার আগেই টেনশন বেড়েই চলেছে শিলিগুড়ির তৃণমূলের অন্দরে,শিলিগুড়িতে এবারে এগারোজন নন বেঙ্গলী প্রার্থী তৃণমুল কংগ্রেসের হয়ে টিকিট পাচ্ছেন বলে খবর।
এখন দেখার কারা কারা টিকিট পান,সবচাইতে বড় খবর হল আগামী সপ্তাহে শিলিগুড়িতে আসছেন অভিষেক বন্দোপাধ্যায় আসছেন শিলিগুড়িতে।চুড়ান্ত নাম তার আগেই বা অভিষেক বন্দোপাধ্যায়ের উপস্থিতিতেই ঘোষণা করা হবে।সব মিলিয়ে অভিষেকের আসার উপরেই নির্ভর করছে শিলিগুড়ির তৃণমূল নেতৃত্বেল ভবিষ্যত।