|
---|
সুন্দর সুরাইয়া : যাঁরা ভারতের দশ-দশটি প্রধান ভাষা নিয়ে কাজ করছেন, যাঁদের শুধু লেখক সংখ্যাই পঞ্চাশ হাজারের ওপর, যাঁদের পাঠক সংখ্যা লজ্জা দেবে পৃথিবীর যে কোনও মুদ্রিত বা অনলাইন পত্রিকাকে, যাঁরা সিদ্ধার্থ সিংহের কবিতা, গল্প, ছড়া, নাটক, প্রবন্ধ, উপন্যাস, বিষয়ভিত্তিক গদ্য এবং শিশুতোষ লেখা নিয়মিত প্রকাশ করেন, একদিনে দফায় দফায় তাঁর বারোটি গদ্য প্রকাশ করে এক অনন্য নজির সৃষ্টি করেছেন, সেই ‘স্টোরি মিরর’ ২১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর, একটানা দশ দিন ধরে একটি গল্প লেখার প্রতিযোগিতার আয়োজন করেছে।
এই প্রতিযোগিতাটি আয়োজিত হচ্ছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সিদ্ধার্থ সিংহের ‘পঞ্চাশটি গল্প’ বইটিকে ঘিরে।
এই বইটিতে যেহেতু বিভিন্ন বিষয়ের উপর মোট ৫০টি গল্প রয়েছে, তাই এই প্রতিযোগিতার বিষয়বস্তু কোনও বিষয়ের গণ্ডিতে আবদ্ধ করা হয়নি। যে কোনও লেখক যে কোনও বিষয় নিয়েই গল্প লিখে এই প্রতিযোগিতায় পাঠিয়ে দিতে পারেন।
তাদের বিজ্ঞপ্তিতে লেখা আছে— স্টোরিমিরর বাংলা এবং বিখ্যাত কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহের যৌথ উদ্যোগে এই অভিনব প্রতিযোগিতা বাস্তবায়িত হতে চলেছে।
তাই স্টোরিমিরর শুধু তাদের ওয়েব সাইটেই নয়, স্বয়ং সিদ্ধার্থ সিংহ তাঁর ফেসবুক ওয়ালেও লিখেছেন— যাঁরা গল্প লেখেন, তাঁরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। তা হলে আর দেরি কেন? ঝটপট গল্প হয়ে যাক একটা…
যে কোনও লেখকই একাধিক গল্প জমা দিতে পারেন। তবে শব্দসংখ্যা হতে হবে এক হাজারের মধ্যে। ফলাফল প্রকাশিত হবে ২০ নভেম্বর।
প্রতিযোগিতায় জমা পড়া নির্বাচিত গল্পগুলো শুধু যে স্টোরিমিররেই ছাপা হবে তা নয়, এই গল্প লিখে যাঁরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী হবেন, তাঁরা পাবেন আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সিদ্ধার্থ সিংহের লেখা পাঁচশো পাতার গল্পগ্রন্থ— ‘পঞ্চাশটি গল্প’। সঙ্গে পাবেন স্টোরিমিররের তরফ থেকে একটি সুদৃশ্য শংসাপত্রও।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে স্টোরিমিররের নির্দিষ্ট একটি লিংকে গিয়েই গল্প জমা করতে হবে। না, এর জন্য কোনও এন্ট্রি ফি ধার্য করা হয়নি।
স্টোরিমিররের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি এবং সিদ্ধার্থ সিংহের ফেসবুক ওয়ালে ওপরের বয়ানটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই বিপুল সাড়া পড়ে গেছে।