|
---|
সেখ সামসুদ্দিন : পল্লীমঙ্গল সমিতি সব সময়ই ভাবে পথ নিরাপত্তার কথা। শুধু পুজো না সারা বছরই কাজে লেগে থাকে ট্রাফিক সচেতনতায় নতুন নতুন ভাবনা নিয়ে। প্রাক পুজোয় বেশ কয়েকটি জায়গায় সচেতনতা শিবির চালানোর পর পুজোর সময় মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতায় জোর দিল আবার। এইবারের ভাবনা “লিখব লাইন, মানব আইন, থাকব সচেতন, নিয়ম মতন”, পুজোয় আসা মানুষ জনকে সচেতন করতে মডেলের পাশাপাশি সচেতনতার ছড়া লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়। ট্রাফিক সচেতনতা নিয়ে ছড়া লিখলেই পেয়ে যাবেন বিনামূল্যে মাস্ক স্যানেটাইজার পুজোর ৪দিন। আর প্রতিদিন সেরা ১০ ছড়া প্রিন্ট করে লেখকের নাম সহ প্রকাশ পাবে মন্ডপ চত্বরে এবং পল্লীমঙ্গলের ফেসবুক পেজে ; পুজোর ৪দিনের থেকে সেরা ৪ লেখাকে পুরস্কৃত করবে পল্লীমঙ্গল। ট্রাফিক সচেতনতা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ গড়ে তুলতেই এই আয়োজন বলে জানান পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক সন্দীপন সরকার।