|
---|
নদীয়ার হবিবপুরে মোটরসাইকেল ও লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া:বারো চাকার লরি সঙ্গে মোটরবাইকের সংঘর্ষ। মৃত ২ আহত ১নদীয়ার রানাঘাট থানার হবিবপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। রানাঘাটের বাড়িতে ফিরছিলেন তিন ব্যক্তি। তারা একই বাইকে ছিলেন বলে জানা গেছে। হবিবপুরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দ্রুত গতিতে মোটরবাইক চালানোর সময় নিয়ন্ত্রণ একটি দাঁড়িয়ে থাকা ১২ চাকার লরির পিছনে ধাক্কা মারে তারা। ছিটকে পড়ে যায় তিনজন।এর মধ্যে ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পথযাত্রীরা তড়িঘড়ি আহত একজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে নিয়ে দুই বাইক আরোহী মৃত্যু বলে ঘোষণা করে চিকিৎসকেরা মৃত ব্যক্তির হিরণময় বাগচি (৪২) এবং দীপঙ্কর দেবনাথ (৩২) আশঙ্কাজনক অবস্থা সুশীল দাস (৪৫) হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ।