মুঘল সাম্রাজ্যে আসা পীরের উরস আজও পালিত হচ্ছে চাঁচলে

মুঘল সাম্রাজ্যে আসা পীরের উরস আজও পালিত হচ্ছে চাঁচলে

    উজির আলী,নতুন গতি,চাঁচল:
    চাঁচলের নুরগঞ্চে পালিত হল হচ্ছে বর্ষ উরস উৎসব। শনিবার সৈয়দ নুরুল হোদা চিসতির মাজার শরীফে দুর দুরান্ত থেকে মানত করেন আসেন ভক্তরা। ডালার মাধ্যমে শোভাযাত্রা করে মাজারে এসে মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয় উরস। কমিটি সূত্রে জানা যায়, মোনাজাত শেষে সিননি বিতরণ করা হয়।
    এলাকার পৌঢ় আনোয়ারুল ইসলাম জানান, পূর্ব পুরুষরা বলতেন অষ্টদশ শতাব্দীতে গ্রামের মোড়ল নাসিরুদ্দিন সাহেব কোনো এক দুঃ স্বপ্নের কারনে উরস মেলার সূচনা করেন।
    তার পূর্বে মুঘল সাম্রাজ্য চলাকালীন পশ্চিম মহাদেশ থেকে ভারতে আগমন পীরবাবার বংশধরের। তবে এই মুহুর্তে তার বংশধর কে আছেন চিহ্নিত করা যায়নি।

    উরস কমিটির সাইনুর আলম ও মনিরুল জানান, উরস উপলক্ষে এক রাতের কাওয়ালী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।