Breaking news: এবার বিজেপির ‘পরিবর্তন রথযাত্রার’ পাল্টা দূর্দান্ত মোবাইল বিপুল জনসংযোগে‌র অ্যাপ ‘দিদির দূত’

নতুন গতি ওয়েব ডেস্ক: রাজ্যের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর নেওয়া নয়া উদ্যোগ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যও মিলবে এই অ্যাপে। ব্যবহারকারীরা তাঁদের সমস্যাগুলি সরাসরি দিদির কাছে লিখেও জানাতে পারবেন। অ্যাপটি “গুগল প্লে” স্টোর এ ‘ দিদির দূত’ লিখে ডাউনলোড করা যাচ্ছে। ভোটের বাদ্যি বেজেই গেছে। রাজ্য জুড়ে মিটিং, মিছিল, জনসভা আর রথের ধুলো উড়ছে। তবে রাজনীতির যুদ্ধ এখন তো আর শুধু মাঠে ময়দানে হয় না, এতে বড় ভূমিকা নেয় ডিজিটাল মিডিয়া। রাজনীতিকরা বলেন, এতে ঝক্কি কম। সরাসরি মানুষের কাছে পৌঁছনো যায় অতি সহজে। সেই লক্ষ্যেই ফেব্রুয়ারির ৪ তারিখে ‘‌দিদির দূত’‌ অ্যাপ নিয়ে আসে রাজ্যের শাসকদল।

    প্রকাশ পাওয়ার কিছু দিনের মধ্যেই ‘রেকর্ড’ গড়ল তৃণমূলের অনলাইন অ্যাপলিকেশন (অ্যাপ) ‘দিদির দূত’। ৮ দিনে ওই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে লক্ষাধিক বার ডাউনলোড করা হয়েছে। এমনটাই দাবি তৃণমূলের তরফে। বিধানসভা নির্বাচনে জনসংযোগের বিষয়টি সামনে রেখে শনিবার ‘দিদির দূত’ নামে একটি প্রচার গাড়িও উদ্বোধন করতে চলেছে তৃণমূল।

    তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন জানানো হল, ৮ দিনের মধ্যেই ১ লক্ষের বেশি মানুষ ডাউনলোড করেছেন এই অ্যাপ। ‘‌দিদির দূত’‌-এর মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ সরাসরি তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করতে এবং তাঁর কাজ, উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে জানতে পারবেন।

    শনিবার এই গাড়িতে করেই সোনারপুর উত্তর ও দক্ষিণ কেন্দ্রে ঘুরলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। তৃণমূলের বক্তব্য, আগামী দিনে রাজ্য জুড়ে এই গাড়িতে চেপে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন ঘাসফুল শিবিরের নেতারা। অবশ্য এনিয়েও কটাক্ষ করতে ছাড়ছে না পদ্মফুল শিবির। তাদের দাবি, ‘‌বিজেপির রথ যাত্রার অনুকরণ করেই সাজিয়ে গুছিয়ে ‘‌দিদির দূত’‌-এর গাড়ি পথে নামিয়েছে তৃণমূল।

    বিজেপির (BJP) রথযাত্রার পাল্টা কর্মসূচি। স্রেফ মোবাইল অ্যাপ নয়, ভোটের প্রচারের এবার ‘দিদির দূত’ হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবেন তৃণমূলের শীর্ষ নেতারা। সোনারপুর থেকে কামালগাজি পর্যন্ত রোড-শো করে এদিন আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘দিদির দূত আবার কী ? কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।

    লোকসভা ভোটের সময়ে রথযাত্রা কর্মসূচি নিয়ে বিতর্ক কম হয়নি। বিধানসভা ভোট যখন দোরগোড়া, তখন ফের রাজ্যে একই কর্মসূচি নিয়েছে বিজেপি (BJP)। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় এই রথযাত্রা বাতিলের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টে। কিন্তু সেই মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারক। এবার প্রচারের পাল্টা কৌশল নিল তৃণমূলও।