|
---|
নিজেস্ব সংবাদদাতা : বুধবার হিরন্যবাটি গ্রামীণ শিল্প নিকেতনের উদ্যোগে হিমাদ্রি কেমিক্যাল ফাউন্ডেশনের সহযোগিতায় ধনিয়াখালী (১) ও সমসপুর (১) জি.পি.-র ২৫১জন মানুষকে ৬ কেজি চাল,8 কেজি আলু,১ কেজি মুসুর ডাল ও লবণ প্রদান করা হয়েছে।এই ত্রাণ বিলিতে হিমাদ্রি কেমিক্যাল ফাউন্ডেশনের প্রাণপুরুষ শ্যামসুন্দর চৌধুরীর বিশেষ অবদান রয়েছে। ত্রাণবিলিতে উপস্থিত ছিলেন হিরন্যবাটি গ্রামীণ শিল্প নিকেতনের সম্পাদক সাংবাদিক নৌশাদ মল্লিক,হিমাদ্রি কেমিক্যালের ডিরেক্টর শান্তিময় দে,প্রশান্ত চক্রবর্তী ও সিতরামজী প্রমুখ।