|
---|
সেখ সামসুদ্দিন : মেমারি ১ ব্লকের আমাদপুর অঞ্চলের মেরুয়া ইউনাইটেড ক্লাব করোনা মোকাবেলায় রাজ্য সরকারের কোভিড-১৯ ত্রাণ তহবিলে দশ হাজার টাকার চেক দেয়া হয়। ক্লাব সভাপতি পৃথ্বীশ দে ও সম্পাদক অভিষেক ব্যানার্জী মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপুল কুমার মন্ডলের হাতে তুলে দেন। সম্পাদক জানান মেরুয়া ইউনাইটেড ক্লাব সারা বছরই সমাজসেবা মূলক কাজ করে থাকে। সম্প্রতি রাজ্য সরকারের কাছে এক লাখ টাকা পেয়ে অভাবী পরিবারগুলির মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও দশ হাজার টাকা দিলেন।