পারিজাত পত্রিকার সাহিত্য সম্মেলন ও সংবর্ধনা সভা

এম এস ইসলাম,বর্ধমান : পারিজাত সাহিত্য পত্রিকা এক দেশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পশ্চিমবঙ্গ, আসাম ত্রিপুরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং অন্যান্য দেশের বাংলাভাষী কবি সাহিত্যিকদের নিয়ে পারিজাত সাহিত্য গোষ্ঠী তৈরি করেছেন। এতে কবিতা সাহিত্য নাটক রচনা করা ও সুস্থ সমাজ গড়ার লক্ষে এই গোষ্ঠী কাজ করে চলেছে । বর্ধমান শহরের লাইন্স ক্লাবে পারিজাত পত্রিকার শারদ সংখ্যা প্রকাশিত হয়। এই অনুষ্ঠানের চাঁদের হাট বসে। এইখান থেকে ২৪ জনকে পারিজাত সাহিত্য রত্ন পুরস্কারে সম্মানিত করা হয়।এছাড়া বিভিন্ন স্মৃতি পুরস্কার, পারিজাত সাহিত্য শিখর সম্মাননা রৌপ পদক, ৩০০ জনকে পারিজাত সাহিত্য গৌরব ও পারিজাত সাহিত্য ভূষণ সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মৃদুল দাশগুপ্ত ,কাজী নজরুল ইসলামের নাতনি সোনালি কাজি, কবি সাংবাদিক বরুণ চক্রবর্তী ,বাংলাদেশ থেকে আগত কবি নাট্যকার চঞ্চল রায়, গবেষক ডঃ রমজান আলী, সাংবাদিক ঋষিগোপাল মণ্ডল সহ অনেক বিদিষ্ট অতিথিরা । আসাম , ত্রিপুরা , ঝাড়খন্ড থেকে অনেক কবি সাহিত্যিক বুদ্ধিজীবী এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন । সমগ্র অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কবি সাহিত্যিক পান্নালাল বিশ্বাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমনা বোস ও জয়ন্ত কুমার মন্ডল। পারিজাত সাহিত্য পত্রিকার সম্পাদক সব্যসাচী নাথ অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে বিশেষ ভূমিকা গ্রহণ করেন।