|
---|
সংবাদদাতা : মেমারির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন টলিউডের বিশিষ্ট অভিনেতা ও বিধায়ক সোহম। ১৮ অক্টোবর মেমারীর কৃষ্টি প্রেক্ষাগৃহে বিজয়া সম্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। পৌরহিত্য করেন মেমারির বিধায়ক ও পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য। অনুষ্ঠানে মধুসূদন ভট্টাচার্য বলেন, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যের প্রতীক। ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকল সম্প্রদায়ের মানুষকে একই সূত্রে বাঁধতে চাইছেন। বাংলার দুর্গাপূজা আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি পাওয়ায় আমরা গর্ববোধ অনুভব করছি। দুর্গাপূজা পর আমরা সকলে একত্রিত হয়েছি সম্প্রীতির বাতাবরণ করতে। এই বিজয়া সম্মিলনিতে অংশগ্রহণ করতে পেরে সোহম ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই অনুষ্ঠানে মেমারি ১ নং ব্লকের বিভিন্ন গ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা উপস্থিত হন। সোহমকে এক নজরে দেখার জন্য হাজার হাজার মানুষ কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে জড়ো হন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাটয়ার কাটোয়ার বিধায়ক ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল প্রমূখ।