|
---|
জাহির হোসেন মণ্ডল, নতুন গতি নিউজ ডেস্ক, নরেন্দ্রপুর। ১২ ই আগস্ট ২০১৯, আসন্ন “ইদুজ্জোহা” উৎসব। “ইদুজ্জোহ” উৎসব সুষ্ঠভাবে পালন করার বার্তা ও নির্দেশিকা নিয়ে নরেন্দ্রপুর থানা একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করেছিল ২৩/০৭/১৯ তারিখে।
নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সুখময় চক্রবর্তীর উদ্যোগে সভাটি সম্পন্ন হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক শ্রীমতি ফিরদৌসী বেগম ও ডি এস পি, ডি.ই.বি মির্জা মীর কাসিম সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর থানার অন্তর্গত বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ক্লাব সংগঠনের সভাপতি/সম্পাদকগণ। তাছাড়াও উপস্থিত ছিলেন রাজপুর-সোনারপুর পৌরসভার কাউন্সিলরগণ তৎসহ পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের সর্বস্তরের সদস্যগণ।