|
---|
নিজস্ব সংবাদদাতা- লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই বিজেপিতে যোগদানের হিড়িক বেড়েছিল।তৃণমূল কংগ্রেসের প্রথম সারির বহু নেতৃত্ব বিজেপির পতাকা ধরেছে। ঠিক যেভাবে এককালে তৃণমূলভবনে ঘাসফুল পতাকা ধরাতেন মুকুল রায়। সেই একই কায়দায় বিভিন্ন দফতরে বিরোধী দলের নেতানেত্রীদের পদ্ম পতাকা ধরাচ্ছেন বিজেপি নেতত্ব। মুরারই থানা ও পাইকর থানার প্রায় 500 জন তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। মিত্রপুর, কুতুবপুর, পাইকর, মিরপুর, আমডোল বিভিন্ন জায়গায় ভাঙ্গন শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কর্মীদের দাবি দীর্ঘদিন তারা তৃণমূলের সঙ্গে রাজনীতি করেছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিক নেতাদের দুর্নীতির পাল্লা দিন দিন বেড়েই চলেছে।তারা আরও দাবি করেছেন সাধারণ মানুষের একখানা সরকারী দপ্তর থেকে বাড়ি তৈরির টাকা এলে তার অধিকাংশ নজরানা দিতে হয় তৃণমূল কংগ্রেসে নেতৃত্বকে।