|
---|
সেখ রিয়াজুদ্দিন নতুন গতি, বীরভূম:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় ৯ নম্বর ওয়ার্ডের সাতকেন্দুরিতে পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হয় শনিবার। জল প্রকল্পের উদ্বোধন করেন বীরভূম জেলার সরকারী আইনজীবী মলয় মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সনাতন পাল সহ অন্যান্য কাউন্সিলারগণ ও অতিথিগণ। উল্লেখ্য এই ওয়ার্ডে দীর্ঘ কয়েক বছর যাবৎ পানীয় জলের ব্যবস্থা ছিল না,ছিল শুধুমাত্র কয়েকটি টিউবওয়েল, তাও জল খাওয়ার উপযুক্ত না। তাই এলাকার মানুষদের সমস্যার কথা মাথায় রেখে এদিন ১৬ টি স্ট্যাণ্ড পোস্টের মাধ্যমেই পানীয় জলের ব্যবস্থা করা হল বলে জানান পৌর প্রধান পীযূষ পাণ্ডে। তিনি আরও জানান, এক কিলোমিটার দূর থেকে পাইপ লাইনের মাধ্যমে এই জলের সংযোগ করা করা হয়েছে। যদিও মধ্যিখানে জাতীয় সড়ক থাকায় জ্যাক পুষ করে জলের লাইন পার করা হয়েছে। আজকে পানীয় জল পেয়ে স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা।