|
---|
ডা: ইব্রাহিম মন্ডল : “আল ইলমু নূরুন”সিদ্দিকীয়া আজিজীয়া তালিমগাহ ASAT এর পরিচালনায় হুগলি হরিপালের কনকপুরে গত রবিবার অনুষ্ঠিত হল আল কোরআন একাডেমী লন্ডন এর সহযোগিতায় কুরআনুল কারীমের সহজ সরল বঙ্গানুবাদ ফ্রী তে বিতরন অনুষ্ঠান উপস্থিত ছিলেন আল কুরআন একাডেমী লন্ডন এর রাজ্য সম্পাদক মাওঃ রাকিব হক্ব সাহেব.হুগলী জেলার কনভেনার মাওঃ সৈয়দ মোর্তজা আলী সাহেব ও তারকেশ্বর থানা কনভেনার মাওঃ গিয়াসুল সাহেব ও ASAT এর সভাপতি মহঃ রুস্তম আলী সাহেব ও পৃষ্ঠপোষক তথা আল কোরআন একাডেমী লন্ডন এর হরিপাল থানা কনভেনার মহঃ আব্দুর রাজ্জাক সাহেব এছাড়াও এলাকার বিশিষ্ট গুনিজন উপস্থিত ছিলেন।এই দিন কমবেশি একশোর অধিক মানুষের হাতে আল কোরআনের বঙ্গানুবাদ ফ্রী তে তুলে দেওয়া হয়।