|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক-সহ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। সামনেই বিধানসভা নির্বাচন, এর আগেই রাজ্যে গরু ও কয়লা পাচারের চক্রান্তের বিরুদ্ধে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার গরু পাচার কাণ্ডে চার্জশিট পেশ করল সিবিআই। অভিযুক্ত এনামুল হকের সঙ্গে মোট সাতজনের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে রয়েছে বিএসএফ আধিকারিক সতীশ কুমার, গুলাম মুস্তাফা, আনারুল শেখ ও অন্যান্য।
গত ১১ই ডিসেম্বর আসানসোল আদালতে আত্মসমর্পণ করে গরু পাচার কাণ্ডের মূল চক্রী এনামুল হক। সেই থেকেই পুলিশি হেফাজতেই রাখা হয়েছে তাঁকে। এরপর নিয়ম মেনে ৬০ দিন পর অর্থাৎ আজ, সোমবার আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে এনামুল-সহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের থেকে প্রাপ্ত খবরে বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায়ের এজলাসে এই চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। এদিন তিনি আদালতের কাছে তাঁর আবেদন যে শুনানির দিন যেন সকল অভিযুক্তদের সকলকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়।
কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সিবিআই। সেই অভিযোগ খারিজ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানান তিনি। হাইকোর্ট সেই অভিযোগ খারিজ করে দিয়েছে। তবে এও নির্দেশ দেওয়া হয়েছে যে রেলের এলাকার বাইরে গিয়ে তল্লাশি করতে হলে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এছাড়াও, রাজ্যে তল্লাশি করতে হলে তা রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে করতে হবে। এরপরই নড়েচড়ে বসে সিবিআই। প্রশ্ন তোলা হয় যে রাজ্য পুলিশকে নিয়ে কেন তল্লাশি চালাতে হবে? হাইকোর্টের সিঙ্গল বেঞ্চকে এদিন চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। আগামীকাল এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।