হাওড়ায় অনুষ্ঠিত হল বাংলা ভাষা প্রসার কর্মশালা।

লুতুব আলি, নতুন গতি : বঙ্গীয় সাহিত্যকলা একাডেমী আয়োজন করেছিল বাংলা ভাষা প্রসার কর্মশালা শিবির। এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় হাওড়ার শ্যামপুর কাঁঠালদহ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে : নবীন প্রজন্মের মনে বাংলা ভাষার প্রতি আবেগ, ভালোবাসা এবং উৎসাহ প্রদানের উদ্দেশ্যে এই কর্মশালা শিবির। বিশ্ব বঙ্গীয় সাহিত্যকলা একাডেমী আয়োজিত এই কর্মশালায় মূলত এই সময়ে ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক বহির্ভূত বাংলা বিষয়ে লিখিত প্রশ্নপত্র এবং মৌখিক কথোপকথনের বিনিময়ে তাদের মাতৃভাষা চর্চা সম্পর্কে ধারণা অবলোকন এই কর্মশালায় মূল লক্ষ্য ছিল। বিশ্ব বঙ্গীয় সাহিত্যকলা একাডেমী অধিভুক্ত বঙ্গভূমি সাহিত্য পত্রিকা ও মঙ্গল দীপ সাহিত্য পত্রিকা এই কর্মশালার সহ আয়োজক। কর্মশালায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক অর্ণব দত্ত, সহদেব দলুই সম্পাদক বঙ্গভূমি সাহিত্য পত্রিকা, সুরজিৎ কোলে, প্রবীর দে, দীপঙ্কর নায়েক, চঞ্চল মাইতি, প্রশান্ত সামন্ত, শ্যামপুর ব্লক ২কাঠালদহ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অভিজিৎ প্রামাণিক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। বিশ্ব বঙ্গীয় সাহিত্যকলা একাডেমী সভাপতি সঞ্জয় কুমার মুখোপাধ্যায় কাঁঠালদহ বোর্ড প্রাথমিক বিদ্যালয় কে বিশ্ব বঙ্গীয় সাহিত্যকলা সম্মাননা ২০২৩ প্রদান করেন। এই কর্মশালায় অংশগ্রহণকারী  ৭৪জন ছাত্রছাত্রীকে শংসাপত্রসহ প্রতিটি বিভাগের প্রথম তিন স্থান অধিকারী কে পুরস্কার দেওয়া হয়। এলাকার সমষ্টি উন্নয়ন আধিকার, সহ-সমষ্টি উন্নয়ন আধিকারিক, গ্রাম পঞ্চায়েত প্রধান অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।